অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া জাপান সাগরে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, জাপানের প্রধানমন্ত্রী তার সমালোচনা করেছে


Japanese Prime Minister Shinzo Abe delivers remarks on North Korea accompanied by U.S. President Donald Trump at Mar-a-Lago club in Palm Beach, Florida, Feb. 11, 2017.
Japanese Prime Minister Shinzo Abe delivers remarks on North Korea accompanied by U.S. President Donald Trump at Mar-a-Lago club in Palm Beach, Florida, Feb. 11, 2017.

জাপানের প্রধান মন্ত্রী শিনজো আবে বলেছেন উত্তর কোরিয়া যে জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা একেবারে অগ্রহণযোগ্য।

আবে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার রাতে ফ্লরিডা রাজ্যে ট্রাম্পের Mar-a-Lago বিনোদন কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। এ সপ্তাহান্তে আবে সেখানে ছিলেন।

জাপানী নেতা বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো উত্তর কোরিয়াকে মানতে হবে। তিনি বলেন “প্রেসিডেন্ট ট্রাম্প এর সঙ্গে আমার যে শীর্ষ সম্মেলন হয়, তাতে তিনি আমাকে এই আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে ১০০ শতাংশ আছে, এবং তাঁর প্রতিশ্রুতি ও তিনি যে অঙ্গিকারবদ্ধ তা প্রকাশের জন্য তিনি এই যৌথ সংবাদ সম্মেলনে আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন।”

ট্রাম্প বলেন “ আমি চাই সকলে উপলব্ধি করবে যে যুক্তরাষ্ট্র তাদের মিত্র জাপান কে ১০০ শতাংশ সমর্থন করে।”

XS
SM
MD
LG