অ্যাকসেসিবিলিটি লিংক

এক দক্ষিণ কোরিয়ান দেশ ছেড়ে উত্তর কোরিয়ায় গেছেন


পিয়ংইয়ং এর সরকারী বার্তা মাধ্যমে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি, উত্তর কোরিয়ায় স্থায়ী ভাবে বসবাস করার জন্য এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে একীকরণের লক্ষে কাজ করার জন্য স্বদেশ ত্যাগ করেছেন।

চো ইন গুক হচ্ছেন দুজন শীর্ষ কূটনীতিকের পুত্র। ওই দুই কূটনীতিক, দক্ষিণ কোরিয়ার তদানিন্তন প্রেসিডেন্ট পার্ক চুং হি’র সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে স্বদেশ ত্যাগ করে ১৯৮৪ সালে কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়ায় চলে যান।

উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত উরিমিনজোকিরি ওয়েবসাইটে বলা হয় চো ইন গুক, উত্তর কোরিয়ার নেতা চেয়ারম্যান কিম জং উনের সহায়তায় কাজ করবেন।

XS
SM
MD
LG