অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি


৩রা সেপ্টেম্বর উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার পর সোমবার দেশটির বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক মহল থেকে ইতিবাচক প্রতিক্রিয়া দেয়া হচ্ছে। তবে অনেকেই বলছে এই নিষেধাজ্ঞার প্রভাব কতোটা উত্তর কোরিয়ার ওপর পড়বে তা নিয়ে সন্দেহ রয়েছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি বলেন পারমানবিক অস্ত্র সমৃদ্ধ উত্তর কোরিয়াকে গ্রহণ করবে না বিশ্ব। তিনি বলেন তারা নিজেরা অস্ত্র কর্মসূচী বন্ধ না করলে আমরা তা করতে বাধ্য করবো।

নতুন নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার তেল আমদানী বন্ধ, দেশটিতে গ্যাস সরবরাহ সীমিত করা, ডিজেল ও ভারী জ্বালানী আমদানী কমানো, তাদের বস্ত্র রপ্তানী বন্ধ করা, উত্তর কোরিয়ান কর্মীদের বিভিন্ন দেশের পক্ষ থেকে চাকরী না দেয়াসহ নানা বিষয় থাকছে।

এর আগের নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার কয়লা লোহা শিষা ও সামুদ্রিক খাদ্য রপ্তানী যাতে তাদের ৩০০ কোটি ডলার আয় হতো তা বন্ধ করা হয়েছিল।

XS
SM
MD
LG