অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধের হুমকির মধ্যেই উত্তর –দক্ষিণ কোরিয়ার আলোচনা


উত্তর ও দক্ষিণ কোরিয়া তাদের মধ্যকার উত্তেজনাপূর্ণ অচলাবস্থা নিরসনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করেছে আজ রাতে । এই অচলাবস্থা দুই প্রতিপক্ষকে যুদ্ধের মুখোমুখি নিয়ে এসছে।

সোওলের একত্রীকরণ মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে ইওনহাপ বার্তা সংস্থা জানাচ্ছে যে আজ শনিবার সীমান্তবর্তী গ্রাম পানমুনজম এ এই আলোচনা হয়েছে।

পাঁচ ঘন্টা ধরে মধ্যরাত পেরিয়েও এই আলোচনা চলছিলো বলে বার্তা সংস্থাটি জানায়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই ‘এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিম কুয়ান জিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সহকারী হুয়াং পিয়ং সো এই বৈঠকে অংশ নিচ্ছেন ।

পিয়ংইয়ং এর অনুরোধে অনুষ্ঠিত এই জরুরি বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি । এর আগে উত্তর কোরিয়া পুর্নাঙ্গ যুদ্ধ সম্পর্কে সোওল সরকারকে হুমিক দিয়েছে।

দক্ষিণ কোরিয়াকে সীমান্তের কাছে পিয়ংইয়ং বিরোধী সম্প্রচার বন্ধের জন্যে উত্তর কোরিয়া স্থানীয় সময় শনিবার বিকেল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল । দক্ষিণ কোরিয়া তা মানতে অস্বীকৃতি জানায় এবং বাহ্যত কোন রকম দূর্ঘটনা ছাড়াই এই সময়সীমা পেরিয়ে যায়।

XS
SM
MD
LG