অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর ক্যারোলাইনায় ৫.১ মাত্রার ভূ-কম্পন অনুভুত 


কর্মকর্তারা জানান, রবিবার ভোর ৮টার দিকে সমগ্র উত্তর ক্যারোলাইনা জুড়ে ভূ-কম্পন অনুভূত হয়, যা ছিল ১০০ বছরের বেশি সময়ে সবচাইতে শক্তিশালী I ভূ-কম্পনে ঘর-বাড়ি, দালান-কোঠা কেঁপে ওঠে, তবে ক্ষয়ক্ষতি বা কারুর মৃতের খবর পাওয়া যায়নি I ভূ-কম্পনটি প্রায় ১২ সেকেন্ড স্থায়ী হয় I

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আবহাওয়া সেন্টার জানায়, প্রথম ভি-কম্পনের পর আরো কয়েকটি মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে I ১৯১৬ সালে এই রাজ্যের স্কাইলান্ডের কাছে ৫.৫ মাত্রার ভূ-কম্পন রেকর্ড করা হয়েছিল I

XS
SM
MD
LG