অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া স্বল্প মাত্রার ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে


People watch a TV news program showing South Korea's missile test at Seoul Railway Station in Seoul, South Korea, June 3, 2015.
People watch a TV news program showing South Korea's missile test at Seoul Railway Station in Seoul, South Korea, June 3, 2015.

রবিবার উত্তর কোরিয়া জাপান সাগরে তিনটি স্বল্প মাত্রার ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর কয়েক সপ্তাহ আগে তারা দাবি করে যে তারা সাফল্যের সঙ্গে সাবমেরিন ভিত্তিক বেলিস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালায়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে উত্তর কোরিয়া তিনটি KN-01 ক্ষেপনাস্ত্র ইউটিসি সময় সাড়ে সাতটায় পুর্বাঞ্চলের সীমান্ত শহর ওয়ানসান থেকে নিক্ষেপ করে।

তারা বলেছে ক্ষেপনাস্ত্রগুলো ১০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর সাগরে গিয়ে পড়ে।

পিয়ংইয়ং ৯ই মে তিনটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা করার পর এটি ছিল তাদের সর্ব সাম্প্রতিকতম পরীক্ষা।

যুক্তরাষ্ট্র বলেছে এই পরীক্ষা সুস্পষ্টতই জাতি সংঘের প্রস্তাব লঙ্ঘন করেছে।

XS
SM
MD
LG