এ সপ্তাহান্তে উত্তর কোরিয়ার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দক্ষিণ কোরিয়া বলেছে তারা কিম জং উনের সরকারের সঙ্গে কোন আপোষ মীমাংসা করবে না।
Center for a New American Security (CNAS) এর কর্মকর্তা মিশেল ফ্লোরনয় বলেছেন এ সময় পিয়ং ইয়ং এর সঙ্গে আলোচনা করাটা সময়ের অপচয়। হিলারি ক্লিন্টান যদি নির্বাচনে জয়ী হন তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মিশেল ফ্লোরনয় কে বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবরে প্রকাশ।
শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সূত্রে বলা হয় উত্তর কোরিয়া, মধ্য পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে চেষ্টা করে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই তা বিস্ফোরিত হয।