উত্তর কোরিয়া রবিবার দূরপাল্লার এক রকেট উৎক্ষপণ করেছে। তারা বলেছে সেটি কৃত্রিম উপগ্রহ বহন করে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারের উপর জাতিসংঘের যে নিষেধাজ্ঞা রয়েছে, সে দেশটি তা উপেক্ষা করে।
চীনের সঙ্গে উত্তরপশ্চিমাঞ্চলের সীমান্তের কাছে, উত্তর কোরিয়ার টংচ্যাংরি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে রবিবার সকালে রকেটটি উৎক্ষেপণ করা হয়। সেটি জাপানের ওকিনাওয়া দ্বীপ অতিক্রম কোরে দক্ষিণ দিকে যায়।
উত্তর কোরিয়া তাদের সরকারি সংবাদ সংস্থা কেসিএনএর মাধ্যমে, পরে একটি বিবৃতি প্রকাশ করে এবং তাতে উৎক্ষেপণের খবর নিশ্চিত করেছে। তারা বলেছে তাদের মহাকাশ বিষয়ক কর্মকাণ্ড পুরোপুরিই বৈজ্ঞানিক গবেষণা।
যুক্তরাষ্ট্রের কোরিয়া অষ্টম সেনা বাহিনীর কম্যান্ডার টমাস ভ্যান্ডাল বলেছেন “এ বিষয়ে এখন অগ্রসর হতে হবে। উত্তর কোরিয়া প্রজাতন্ত্র শান্তি ও স্থিতিশীলতার প্রতি যে হুমকী সৃষ্টি করেছে তা মোকাবেলা করা এবং পরামর্শ ও সমন্বয় করার বিষয়ে আমরা আগ্রহী।”
যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার অনুরোধে, উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ নিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, রবিবার বৈঠকে বসবে।