অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে উত্তর কোরিয়ার মনোভাব স্পষ্ট নয় 


ঊত্তর কোরীয় নেতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভব্য আলোচনার ইঙ্গিত দেবার কয়েকদিন পরেই উত্তর কোরিয়া, এ ধরণের আলোচনার সম্ভাবনাকে খাটো করে দেখছেI উত্তর কোরীয় নেতার প্রভাবশালী বোন, কিম ইয়ো জং এক বিবৃতিতে জানান, তাঁর ভাইয়ের মন্তব্য সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা সঠিক নয়I তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নিজে সান্তনা পাওয়ার জন্য এ ধরণের ব্যাখ্যা দিয়েছে: মিথ্যার ভিত্তিতে এই ব্যাখ্যা, তাদের জন্য হতাশা ডেকে আনবেI তাঁর এই বিবৃতি রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সী প্রকাশ করেI

গত সপ্তাহে ক্ষমতাসীন দলের বৈঠকে উত্তর কোরীয় নেতা কিম জং উন বলেছিলেন যে, তাঁর দেশকে অবশ্যই আলোচনা-সংলাপ ও সংঘাত দুটির জন্যইপ্রস্তুত থাকতে হবেI হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, জেইক সালিভান বলেন,এবিসি টেলিভিশন নেটওয়ার্কের অনুষ্ঠানা, দিস উইক এ বলেন, কিমের মন্তব্য চমৎকার ইঙ্গিত বহন করে, তবে পিয়ংইয়ং থেকে আরো পরিষ্কার ইঙ্গিত পাওয়া প্রয়োজনI তিনি পুনর্ব্যক্ত করেন যে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ব্যাপারে ওয়াশিংটন, উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনা আবার শুরু করতে চায়I

উত্তর কোরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, সিউং কিম গত সপ্তাহে সৌলে বলেন, তিনি আশা করেন উত্তর কোরিয়া ইতিবাচক মনোভাব নিয়ে বিনা শর্তে, যে কোনো দিন, যে কোনো সময়ে, আলোচনায় বসতে রাজি থাকবেI

XS
SM
MD
LG