অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার হুমকি: এবার হাইড্রোজেন বোমা


উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊন খুব শীঘ্রই পরীক্ষা মূলক ভাবে একটি হাইড্রোজেন বোমা’য় বিস্ফোরণ ঘটাবেন এমন ইংগিত দেওয়ার পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊনকে 'মেড ম্যান' বলে উল্লেখ করেন।

প্রেসিডেন্টর হুমকি এবং নতুন করে তাদের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার পাল্টা জবাবে কিম একই মাপের উস্কানি মূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার এক টুইটার বার্তায় এর জবাবে বলেছেন, সকলের থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার কিম জন ঊন হচ্ছেন পুরোপুরিভাবে মতিভ্রষ্ট এক মানুষ যে তার দেশের মানুষকে অনাহারে রাখা অথবা তাদের হত্যা করাকে কিছুই মনে করে না।

এ সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প কিমকে আত্মঘাতী এক মিশনের “রকেট ম্যান’ বলে উদ্ধৃত করার পরপরই কিম ঐ ঘোষণা দেন ।

XS
SM
MD
LG