অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর ভারতের আবহাওয়ায় পরিবর্তনের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা


হিমালয় পর্বতমালায় দীর্ঘ দাবানলের জেরে উত্তর ভারতের আবহাওয়ায় পরিবর্তনের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। দাবানলের ফলে ইতিমধ্যেই ০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সুতরাং গ্লেসিয়ারের বরফ গলে যাবে দ্রুত ও বেশি পরিমাণে। গঙ্গা ও অন্যান্য গ্লেসিয়ার-পুষ্ট নদীগুলিতে বেশি মাত্রায় জলপ্রবাহ ঘটবে। অন্য দিকে, অরণ্য-পোড়া ছাই ও কার্বনের আস্তরণে ঢেকে যাবে গ্লেসিয়ারের বরফ। এর ফলে বর্ষার গতি-প্রকৃতিতে অদলবদল ঘটবার অশঙ্কা করছেন বিজ্ঞানীরা। দেশের মোট স্থলভূমির ২১ % বনাঞ্চল। সেটা মোটেই সন্তোষজনক নয়। এর প্রায় অর্ধেকই দাবানল-প্রবণ। বনে দাবানল ঘটলে পুরো বা আংশিক ভাবে পুড়ে যায় বড় বড় গাছ। সেগুলিকে নিয়ে কাঠের ব্যবসায়ীদের চলে মহোতসব। সরকারি সূত্রে জানা যাচ্ছে, গত তিন মাস ধরে চলা এই দাবানলকে নিয়ন্ত্রণ করা যাবে আর কয়েক দিনের মধ্যেই।

please wait

No media source currently available

0:00 0:00:44 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG