অ্যাকসেসিবিলিটি লিংক

নরওয়েতে তীর ও ধনুকধারী এক ব্যক্তির হামলায় কয়েকজন নিহত, সন্দেহভাজন আটক


নরওয়েতে তীর ও ধনুকধারী এক ব্যক্তির হামলায় কয়েকজন নিহত ও আহত হবার পর পুলিশ কর্মকর্তারা তদন্ত করছেন। অক্টোবর ১৩, ২০২১।
নরওয়েতে তীর ও ধনুকধারী এক ব্যক্তির হামলায় কয়েকজন নিহত ও আহত হবার পর পুলিশ কর্মকর্তারা তদন্ত করছেন। অক্টোবর ১৩, ২০২১।

নরওয়ের পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে বুধবার তীর ও ধনুকধারী এক ব্যক্তি কয়েকজনকে হত্যা করে এবং অন্যান্যকে আহত করে। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ কর্মকর্তা ওবিন্দ আস বলেন, আমরা দুর্ভাগ্যবশত নিশ্চিত করতে পারি যে কয়েকজন আহত এবং নিহত হয়েছেন। তিনি আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আমাদের তথ্য অনুসারে কেবলমাত্র একজন ব্যক্তি ঐ ঘটনায় জড়িত ছিল।

২৬ হাজার মানুষের শহর কংসবার্গের বিভিন্ন স্থানে সন্ধ্যা ৬টার (স্থানীয় সময়) দিকে হওয়া ঐ হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে নিকটবর্তী শহর ড্রামেনের একটি থানায় নিয়ে যাওয়া হয়। তবে ঐ ব্যক্তি সম্পর্কে অন্য কোন তথ্য দেয়া হয়নি।

টিভি স্টেশন দ্যা টিভি২ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ঐ ব্যক্তির কাছে ছুরি ও অন্যান্য অস্ত্রও ছিল।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কতজন আহত হয়েছেন এবং তাদের অবস্থা সম্পর্কে পুলিশ কিছু জানায়নি।

পুলিশ জনসাধারণকে বাড়িতে থাকার অনুরোধ করেছে এবং আশেপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে। টেলিভিশনের ফুটেজে ঐ এলাকায় অ্যাম্বুলেন্স ও সশস্ত্র পুলিশ দেখা যাচ্ছে।

ঘটনাস্থলে হেলিকপ্টার এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে পাঠানো হয়েছে।

XS
SM
MD
LG