উত্তর কোরিয়া বলছে-ইরানের সঙ্গে বিশ্ব শক্তিবর্গের যেমনটি হয়েছে সেরকমের কোনো নিস্পত্তি আলোচনা যাতে পিয়ংইয়াং তার পারমানবিক ক্ষমতা-দক্ষতা পরিহার করবে তেমন কোনো আলোচনায় আগ্রহি সে নয়।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফের এক বয়ানে আজ মঙ্গলবার বলা হয়েছে- ইরানের পারমানবিক রফার সঙ্গে উত্তর কোরিয়ার পরিস্থিতির তুলনা করার কোনো যৌক্তিকতা নেই- কারণ, উত্তর কোরিয়াকে,সদা সর্বদাই, বিশালাকৃতির সব যৌথ সামরিক মড়া ও ভয়াবহ পারমানবিক হূমকি সহ যুক্তরাষ্ট্রের তরফে প্ররোচনামূলক সামরিক বৈরীতার সম্মুখিন হতে হয়েছে
ইরান ও ছয় বিশ্ব শক্তির মধ্যে যে পারমানবিক রফা হয়েছে তারই পর পর যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারী ওয়েন্ডী শেরম্যান এ রফা থেকে শিক্ষা গ্রহনের জন্যে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান।
উত্তর কোরিয়া মঙ্গলবার বলেছে-তার পারমানবিক কর্মসূচী যাব্দ করার বা তার বিলুপ্তির ব্যাপার নিয়ে কোনো সংলাপে কোনোই আগ্রহ নেই তার।