অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাস্ট্রের জাতিয় নিরাপত্তা নজরদারী কর্মসূচী সংশোধনে সেনেটে ভোটাভুটি


জাতিয় নিরাপত্তা নজরদারী কর্মসূচী সংশোধনের জন্যে যুক্তরাস্ট্রের সেনেটে আলোচনা শুরু করতে যাচ্ছেন অভিশংসকেরা।

যুক্তরাষ্ট্রের ফ্রিডম এ্যাক্ট সশোধন করার লক্ষ্যে সেনেট মেজরিটি লীডার মিচ ম্যাককনেল আজ এক ভোটের আয়োজন করেছেন যা প্রতিনিধি পরিষধে ইতিমধ্যেই পাশ হয়েছে। এই এ্যাক্ট শংশোধন হলে জাতিয় নিরাপত্তা সংস্থা কর্তৃক লক্ষ কোটি আমেরিকানের ফোন রেকর্ড নেয়া বন্ধ হবে। তবে ফোন কোম্পানীগুলোর কাছে সে রেকর্ড থাকবে। দরকার হলে সরকার যে কারো ফোন রেকর্ড সংগ্রহ করবে।

ঐ সংশোধন প্রস্তাবে সিনেটে কোনো পরিবর্তন আনা হলে তা কংগ্রেসে আবারো পাশ হতে হবে।

XS
SM
MD
LG