অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার হ্যাকিং তদন্তের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন ডেভিন নুনেস


হাউজ ইন্টেলিজেন্স কমিটি চেয়ারম্যান ডেভিন নুনেস রাশিয়ার হ্যাকিং বিষয়ক প্যানেলের তদন্ত কার্যক্রম থেকে সাময়িকভাবে দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।

বলেছেন নৈতিকতার অভিযোগ ওঠায় ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হ্যাকিং বিষয়ক প্যানেলের তদন্ত কার্যক্রম থেকে তিনি কিছু সময়ের জন্য দূরে থাকবেন।

নুনেস বলেন কয়েকটি বামপন্থী গোষ্ঠি তার বিরুদ্ধে অনৌচিত্যের অভিযোগ দায়ের করেছেন বলে তা পরিস্কার না হওয়া পর্যন্ত তিনি তদন্ত থেকে দূরে থাকবেন।

নুনেস এক বিবৃতিতে বলেন, “ওই অভিযোগের যদিও কোনো ভিত্তি নেই, আমি মনে করি House Intelligence Committee ও Congress এর ভালোর জন্যেই কংগ্রেসম্যান মাইক কনওয়ে- কংগ্রেসম্যান ট্রে গৌডি এবং টম রুনির সহায়তায় রাশিয়া বিষয়ক তদন্ত কার্যক্রম চালিয়ে যাবেন”।

তিনি বলেন অন্যান্য দায়িত্ব তিনি এই কমিটির চেয়ারম্যান হিসাবে যথারিতী চালিয়ে যাবেন।

XS
SM
MD
LG