অ্যাকসেসিবিলিটি লিংক

নিউ ইয়র্কে বিস্ফোরণ, আহত সন্দেহভাজন পুলিশের হেফাজতে


Fire Department of New York (FDNY) firefighters stand near Port Authority Bus Terminal after reports of an explosion in Manhattan, New York, U.S., Dec. 11, 2017.
Fire Department of New York (FDNY) firefighters stand near Port Authority Bus Terminal after reports of an explosion in Manhattan, New York, U.S., Dec. 11, 2017.

নিউ ইয়র্কের পুলিশ সূত্রে বলা হয় পোর্ট অথরিটি বাস টার্মিনালের কাছে সোমবার যে বিস্ফোরণ ঘটে, তাতে সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও ওই হামলাকে সন্ত্রাসী আক্রমণের প্রচেষ্টা বলে আখ্যায়িত করেছেন।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেম্স ওনিল বলেছেন সন্দেহভাজন ২৭ বছর বয়স্ক আকায়েদ উল্লাহ নিজের শরীরে স্বল্প প্রযুক্তির বিস্ফোরক বেধে রেখেছিল।

Police at the scene of explosion near Port Authority Bus Terminal in New York City, Dec. 11, 2017.
Police at the scene of explosion near Port Authority Bus Terminal in New York City, Dec. 11, 2017.

উল্লাহ ইচ্ছাকৃতভাবে বিস্ফোরণ ঘটায় এবং তাতে আহত হয়। পর্যটকদের কাছে জনপ্রিয়—ম্যানহ্যাটানে, টাইম স্কয়ারে 42nd street stop এ ঐ বিস্ফোরণ ঘটে।

খবরে জানা যাচ্ছে যে উল্লাহ সাত বছর আগে বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছে। তিনি যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী বাসিন্দা।

নিউ ইয়র্কে অগ্নী নির্বাপক বিভাগ নিশ্চিত করেছে যে অন্যান্য ৩জন আহত হয়েছে।

ঘটনাস্খলে থাকা ভয়েস অফ আমেরিকার সাংবাদিক জানিয়েছেন বিস্ফোরণের পর 42nd street এবং 8th avenue বন্ধ ছিল। ওই এলাকায় তিনটি পাতাল রেল থেকে লোকজনকে সরানো হয়।

হোয়াইট হাউসের মুখপাত্রী সেরা হাকাবি স্যান্ডার্স এক টুইট বার্তায় বলেছেন ওই ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করা হয়েছে।

XS
SM
MD
LG