এনওয়াইপিডি অর্থাৎ নিউইয়র্ক পুলিশ বিভাগে নিউইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকানদের ভূমিকা এবং অবদান দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে বিশ্বের বাণিজ্যিক রাজধানী খ্যাত শহরটিতে, তিন শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার কাজ করছেন । নিজেদের ভেতর সৌহার্দ্য এবং ভাতৃত্ববোধ আরো দৃঢ় করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশন(বাপা)। সম্প্রতি নিউইয়র্কের ব্রঙ্কসে বাপা সদস্যদের একটি বিশেষ অনুষ্ঠানে, ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা আকবর হায়দার কিরন কথা বলেছেন, পুলিশ অফিসারদের সাথে।