অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলবে। এর আগে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দেখে বিদেশে নিয়ে যাওয়ার পক্ষে মত দেন। গতকাল সিঙ্গাপুর থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ওবায়দুল কাদেরকে পরীক্ষা-নিরীক্ষা করে বিদেশে নেয়ার পক্ষে মত দিলেও দেবী শেঠির মতামতের জন্য অপেক্ষা করা হয়। দেবী শেঠি বলেছেন, এখানে চিকিৎসার কোন ঘাটতি নেই। তবুও উন্নত পরিবেশে চিকিৎসা দেয়ার জন্য তাকে বিদেশে ভালো হাসপাতালে নিতে হবে। বিশেষ করে ইনফেকশনের জন্য। রোববার তার রক্তে ইনফেকশন ছিল ১৮ হাজার। সোমবার তা বেড়ে হয়েছে ২৬ হাজার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ওবায়দুল কাদের এখনও ঝুঁকিতে রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা যেহেতু তাকে স্থানান্তরের পক্ষে মত দিয়েছেন সে জন্য তাকে বিদেশে পাঠানো হয়েছে।
গত রোববার ভোরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। এর পর তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।