অ্যাকসেসিবিলিটি লিংক

গর্বোন্নত শীর এ্যামেরিকান এবং একই সঙ্গে আফ্রিকার সন্তান হিসেবে নিজকে চিহ্নিত করেন ওবামা


প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর পূর্ব-আফ্রিকা সফরের সমাপনী টানলেন আজ মঙ্গলবার এবং এদিন ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় তিনি আফ্রিকী য়ুনিয়নের সদর কার্যালয়ে ভাষন দিয়েছেন।এর আগে আফ্রিকী য়ুনিয়নের চেয়ার পার্সন নাকোসাযানা দ্লামিনী যুমার সঙ্গে সাক্ষাৎকার আলোচনায় মিলিত হন তিনি । বারাক ওবামাই এ্যামেরিকাার গদ্দীনশিন প্রেসিডেন্টদের মধ্যে প্রথম যিনি কিনা এই আফ্রিকী য়ুনিয়ন কমিশনের সদর কার্যালয়ে ভাষন দিলেন। প্রেসিডেন্ট ওবামা তাঁর ভাষনে আফ্রিকা মহাদেশের সাফল্যে,প্রাপ্তিতে সাধুবাদ জানান- এইচ আই ভি সংক্রমন হার প্রশমন থেকে নিয়ে লক্ষ লক্ষ মানুষকে দারিদ্রের করাল গ্রাস থেকে উদ্ধার করা অবধি বিবিধ ক্ষেত্রের অগ্রগতির প্রশংসা করেন তিনি।গর্বোন্নত শীর এক এ্যামেরিকান এবং একই সঙ্গে আফ্রিকার সন্তান হিসেবে নিজকে চিহ্নিত করে প্রেসিডেন্ট ওবামা তাঁর ভাষনে বলেন-আফ্রিকার অভাবনীয় এ অগ্রগতির স্বীকৃতি দুনিয়া জাহানকে দিতে হবে অবশ্যই।

এ্যাক্ট-

একই সঙ্গে প্রেসিডেন্ট ওবামা এখনো যে আফ্রিকার লক্ষ লক্ষ মানুষ নিদারুন দারিদ্রের মাঝে দিনাতিপাত করেন সেই তাঁদের ব্যাপারে সচেতন হওয়ার জন্যেও হূঁশিয়ারী ব্যক্ত করেন।

ইথিওপিয়ার আগে প্রেসিডেন্ট তাঁর পিতার আদি নিবাস কিনিয়াতেও দু’দিন অতিবাহিত করেন।

XS
SM
MD
LG