যুক্তরাষ্ট্রের অ্যালাস্কা রাজ্যের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাতের জন্য এবং হিমবাহ সম্মেলনে ভাষণ দেওয়ার জন্য, প্রেসিডেন্ট বারাক ওবামা আজ সোমবার অ্যালাস্কায় যাচ্ছেন। হিমবাহ সম্মেলনে আমেরিকান ও বিদেশি কর্মকর্তারা, বিজ্ঞানীরা এবং স্থানীয় লোকজন সমবেত হচ্ছেন, সুমেরু অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনার জন্য।
হয়াইট হাউস জানিয়েছে হিমবাহ সম্মেলনের লক্ষ্য হচ্ছে সুমেরু অঞ্চলে উচ্চ তাপমাত্রা বিশ্বের বাদবাকি অঞ্চলে কি প্রভাব ফেলছে এবং তার প্রেক্ষিতে লোকজনের কি করনীয় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
মি ওবামা তার সাপ্তাহিক ভাষণে বলেছেন আলাস্কাবাসীরা ইতোমধ্যেই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব উপলব্ধি করছে।
তিনি বলেন "অনেক বেশী ও ব্যাপক দাবানল, সাগরের বরফ আরও দ্রুত গলে যাচ্ছে যখন ঝড় হয়। বিশ্বে তীরবর্তী এলাকার ক্ষয় অত্যন্ত দ্রুত এবং কিছু কিছু স্থানে বছরে তিন ফুট এলাকার ক্ষয়করণ হচ্ছে। অ্যালাস্কার হিমবাহ খুব দ্রুত গলে যাচ্ছে, পর্যটন হুমকীর সম্মুখীন, এবং সাগরের জলের মাত্রা বেড়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ সোমবারের সম্মেলনের আয়োজন করেছে।