অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু পরিবর্তন সাম্প্রতিক সময়ের অন্যতম প্রধান ও জরুরী চ্যালেঞ্জ প্রেসিডেন্ট ওবামা


জলবায়ু পরিবর্তনকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রধান ও জরুরী চ্যালেঞ্জ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে।

সাপ্তাহিক ভাষণে প্রেসিডেন্ট ওবামা বলেন ২০১৪ সালকে ছাড়িয়ে ২০১৫ সাল হয়েছিল সবচেয়ে উষ্ণ বছর যা ছাড়িয়ে যেতে পারে ২০১৬ সাল।

তিনি বলেন জণবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধে গত সাড়ে ৭ বছর পরিচ্ছন্ন জ্বালানী ও কার্বন নির্গমন রোধে আমরা উল্লেখযোগ্য হারে বিনিয়োগ করেছি।

প্রেসিডেন্ট ওবামা বলেছেন জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের কারনে গত বছর প্যারিসে জলবায়ু সম্মেলনে প্রায় ২০০ দেশ একত্রিত হয়ে রাষ্ট্রপ্রধানরা নিরাপদ পৃথিবী গড়ার চুক্তিতে স্বাক্ষর করেছেন। ঐ চুক্তিতে আমাদের সন্তানদের জন্য ভবিষ্যতে সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও নিরাপদ পৃথিবী রেখে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে।

XS
SM
MD
LG