যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন যে তিনি নিশ্চিত যে ইরানের সঙ্গে একটি পারমানবিক চুক্তি হবে অত্যন্ত ভালো একটি চুক্তি।
হোয়াইট হাউজে সফররত আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে দেওয়া এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার মি ওবামা বলেন যে এ রকম কোন চুক্তি হতে পারে না যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিরাপত্তাকে সুরক্ষিত না করে।
প্রেসিডেন্ট বলেন যে আলাপ আলোচনার পুরো প্রক্রিয়াটি তাৎপর্যপূর্ণ ভাবে স্বচ্ছ এবং তিনি তার কথা পুনরাবৃত্তি করে বলেন যে ইরানকে পারমানবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
কংগ্রেসে এবং বিশেষত ইসরাইলে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির সমালোচকরা , এ ব্যাপারে আলোচকদের , ইরানকে অনেক ছাড় দেওয়ার জন্য অভিযুক্ত করেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহু বলেছেন যে ইরানের সঙ্গে চুক্তি হবে , তাঁর কথায় একটি খারাপ চুক্তি ।
যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ইরানিদের সঙ্গে চুক্তির রূপরেখা প্রণয়নের সময়সীমা হচ্ছে চলতি মাসের শেষ পর্যন্ত।