যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পরস্পোরের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমেরিকানদের প্রতি আহ্বান জানাচ্ছেন। এর দুদিন আগে পুলিশ দুই আফ্রিকান আমেরিকানকে গুলি করে হত্যা করে টেক্সাস রাজ্যের ড্যালাসে চোরাগুপ্তা আক্রমণে ৫জন পুলিশ অফিসার নিহত হয়।
রবিবার স্পেইনের মাদ্রিদে প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়ের সঙ্গে সাক্ষাতের পর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবামা বলেন, " প্রকৃত পরিবর্তন আনার জন্য আমেরিকান সমাজকে তৎপর করতে সাহায্য করার জন্য সত্য, চিন্তাশীল এবং শ্রদ্ধাশীল মনোভাব নিতে হবে এবং সেটাই আমাদের যে চুড়ান্ত লক্ষ্য।”
প্রেসিডেন্ট আরও বলেন তিনি চান সকল পক্ষই একে অপরের বক্তব্য শুনবে।