অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা : কোবানী শহর নিয়ে গভীর উদ্বেগ রয়েছে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন যে তিনি সিরিয়ার কোবানী শহরের ব্যাপারে ভীষণ ভাবে উদ্বিগ্ন। ইসলামিক স্টেটের হাতে শহরটির পতন ঠেকাতে কুর্দি যোদ্ধারা লড়াই করে যাচ্ছে।

মি ওবামা জঙ্গিদের বিরুদ্ধে এই লড়াই নিয়ে আলোচনার জন্য আজ ওয়াশিংটনের অদূরে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ২০ জন বিদেশী সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন যে জঙ্গিদের বিরুদ্ধে জোট বাহিনীর বিমান অভিযান অব্যাহত থাকবে। তিনি জোর দিয়েই বলেন যে ইসলামিক স্টেটকে পরাজিত করা কেবল মাত্র একটি সামরিক অভিযান নয় , এই লড়াইটা উগ্রবাদের বিরুদ্ধে লড়াই।

পেন্টাগণ বলছে যে যুক্তরাষ্ট্রের লড়াকু বিমান এবং সৌদি বিমানগুলো সোমবার এবং এবং মঙ্গলবার ২১ বার একুশ বার অভিযান চালিয়েছে এবং এর ফলে কোবানী দখল করার জন্যে আই এস এর অগ্রযাত্রা শ্লথ হয়ে পড়ে।

XS
SM
MD
LG