অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা বলেছেন-মুক্তি স্বাধীনতার প্রত্যাশি যারা, তাদের পাশে এ বিশ্বকে দাঁড়াতে হবে অবশ্যই


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন-মুক্তি স্বাধীনতার প্রত্যাশি যারা, তাদের পাশে এ বিশ্বকে দাঁড়াতে হবে অবশ্যই।আজকের য়ূক্রেইনে যেসব সংষ্কার প্রবর্তিত হ’চ্ছে, তার সঙ্গে ২৫ বছর আগের পোল্যান্ডে কমিউনজমের অবসান ঘটিয়েছিলো যে নির্বাচন সেই তার তুলনা করেন তিনি।
বুধবার তিনি ওয়ার্সতে ফ্রীডাম ডে’র এক অনুষ্ঠানে ভাষন দিচ্ছিলেন। ১৯ শ’ ৮৯ সালে অনুষ্ঠিত পোল্যান্ডের প্রথম আংশিক অবাধ নির্বাচনকে মুক্তি স্বাধীনতার বিপূল বিজয় আখ্যায়িত করে তিনি বলেন-মুক্ত বিশ্ব আজ এককাট্রা-য়ুক্রেইনে, রাশিয়ার যে অশূভ কূটকৌশলে, মার্চে রুশ বাহিনী ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ জবরদখল করে সেই তার বিরুদ্ধে।(এ্যাক্ট)
ঐ অনুষ্ঠানের আগে মি:ওবামার সঙ্গে সাক্ষাত্কার বৈঠকে মিলিত হন য়ুক্রেইনের প্রেসিডেন্ট পদে নব নির্বাচীত পেটরো পোরোশেনকো- ওয়ার্শতে।প্রেসিডেন্ট ওবামা ঐ বৈঠককালে য়ুক্রেইনের সামরিক বাহিনীর জন্যে – পূর্বাঞ্চলবর্তী য়ূক্রেইনে রাশিয়া সমর্থক বিচ্ছিন্নতাবাদিদের বিরুদ্ধে লড়ার তত্পরতায় মদত দিতে,মারনাস্ত্র নয় এরকমের খাতে ৫০ লক্ষ ডলারের সহায়তা দানের কথা ঘোষনা করেন।
XS
SM
MD
LG