অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা কংগ্রেসের চার শীর্ষ নেতার সঙ্গে শুক্রবার আলোচনা করেছেন


যুক্তরাষ্ট্রের বারাক ওবামা কংগ্রেসের চার শীর্ষ নেতার সঙ্গে আজ শুক্রবার আলোচনা করেছেন। ফিসক্যাল ক্লিফ নামে অভিহিত অর্থনৈতিক সঙ্কট অবস্থা এড়ানোর সময়সীমা দ্রুত ঘনিয়ে আসছে।

সেনেটের ডেমোক্রাটিক ও রিপাবলিকান দুই নেতা হ্যারি রিড ও মিচ ম্যাককনেল, এবং প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার জন বেইনার এবং প্রতিনিধি পরিষদের ডেমোক্রাটিক সংখ্যালঘু দলের নেত্রী ন্যান্সি পেলোসির সঙ্গে Mr. Obama সাক্ষাৎ করেন।

পয়লা জানুয়ারির মধ্যে মতেক্য না হলে, প্রায় প্রতিটি আমেরিকানের কর বৃদ্ধি পাবে এবং সরকারের ব্যয় সংকোচন বাধ্যতামূলক হবে। বহু অর্থনীতিবিদ মনে করেন ৫০ হাজার কোটি ডলারের কর বৃদ্ধি ও ব্যয় সংকোচন, যুক্তরাষ্ট্রের নাজুক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দেবে।
XS
SM
MD
LG