জলবায়ু পরিবর্তনকে আর অবজ্ঞা করা চলবে না, আমেরিকানদের কাছে এই বার্তা পৌঁছানোর লক্ষ্য নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বুধবার ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্ক সফর করেছেন।
১৫ লক্ষ একর যায়গা নিয়ে গঠিত দক্ষিন যুক্তরাস্ট্রের এই পার্ক সফরকালে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ওবামা বলেন, “২০১৪ সাল ছিল এ যাবৎকালের মধ্যে রেকর্ড হওয়া বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর। এই শতাব্দীর সবচেয়ে উষ্ণ ১৫টি বছরের ১৪টিই এই শতকের প্রথম দিকের”।
তিনি আরো বলেন, “বিশ্বব্যাপী এ বছর ছিল সবচেয়ে উষ্ণ শীতকাল। এটি পরবর্তী প্রজন্মের সমস্যা নয়। এটি এই মুহুর্তের সমস্যা। এখনই আমরা যেভাবে বেঁচে রয়েছি, এই সমস্যার ভয়াবহ প্রভাব পড়ছে আমাদের জীবনে”।
তিনি বলেন এই জলবায়ূ সমস্যা এখন এই গ্রহের সবচেয়ে বড় হুমকী। প্রেসিডেন্ট ওবামা ধরিত্রি দিবসে ঐ পার্কে সফর করেন এবং জলবায়ূ পরিবর্তনের প্রভাবে পরিবেশ, জনস্বাস্থ্য, মানুষের প্রাত্যহিক জীবন ও অর্থনীতি কিভাবে প্রভাবিত হচ্ছে তা তুলে ধরেন।