অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা ওয়াশিংটনে পারমানবিক নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন উদ্বোধন করছেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ ওয়াশিংটনে তাঁর মেয়াদকালের চতুর্থ এবং সর্বশেষ পারমানবিক নিরাপত্তা শীর্ষ সম্মেলনের উদ্বোধন করছেন এবং বলেছেন যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নির্মাণ এবং ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠির সম্ভাব্য তেজষ্ক্রিয় বোমা ব্যবহারের আশঙ্কায় বিশ্ব এখন বিপন্ন বোধ করছে।

এই শীর্ষ সম্মেলনের আগে , মি ওবামা , পিয়ংইয়ং সরকারের পারমানবিক পরীক্ষা ও দীর্ঘ পাল্লার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণের পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার হুমকি নিয়ে হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিওন হাই এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ‘র সঙ্গে বৈঠক করছেন। পরে তিনি চীনা প্রেসিডেন্ট ঝি জিনপিং’এর সঙ্গেও বৈঠক করবেন।

ওয়াশিংটন পোস্টে অভিমত বিষক এক লেখায় ওবামা বলছেন , উত্তর কোরিয়ার এই অব্যাহত হুমকির মুখে আন্তর্জাতিক সম্প্রদায়কে একতাবদ্ধ থাকতে হবে। শান্তিপূর্ণ উপায়ে কোরীয় উপদ্বীপকে সম্পুর্ণ পরমানূ অস্ত্র মুক্ত করার লক্ষে যুক্তরাষ্ট্র , তার মিত্র

ও শরীকদের নিয়ে তার প্রয়াস অব্যাহত রাখবে।

XS
SM
MD
LG