অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা বলেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে অবাধ বানিজ্য চুক্তির বিষয়ে এগিয়ে যেতে হবে


Germany Obama
Germany Obama

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে ঐতিহাসিক অবাধ বানিজ্য চুক্তির বিষয়ে এগিয়ে যেতে হবে যদিও ওই চুক্তির বিরুদ্ধে প্রবল বিরোধিতা রয়েছে।

জার্মানির হ্যানোভারে, জার্মান চ্যানসেলার অ্যাংহেলা মার্কেলের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ওবামা বলেন এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ অবাধ বানিজ্য থেকে উপকৃত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও জার্মানি একে অপরের অন্যতম বৃহৎ বানিজ্য শরিক। Transatlantic Trade and Investment Partnership (T-TIP)’র জন্য আরও সমর্থন গড়ে তোলার আশা করছে দুই দেশ।

চুক্তির বিরোধীরা মনে করেন আলোচনায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং বহু জাতি কর্পোরেশন গুলোর হাতে বেশি ক্ষমতা চলে যাবে এবং কর্মী ও ভোক্তা সাধারণের ক্ষমতা কমে যাবে।।

XS
SM
MD
LG