অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা আরব নেতাদের আশ্বস্ত করেছেন ইরানের সংগে সম্ভাব্য পরমাণু চুক্তির ফলে ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক বিপন্ন হবে না


প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহষ্পতিবার পারস্য উপসাগরীয় শীর্ষ সম্মেলনে আরব নেতাদের পুনরায় আশ্বস্ত করেছেন যে ইরানের সংগে সম্ভাব্য পরমাণু চুক্তির ফলে ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক বিপন্ন হবে না।

প্রেসিডেন্ট ওবামা, পারস্য উপসাগরীয় দেশের নেতাদের সংগে যুক্তরাষ্ট্রের যে সুদৃঢ় নিরাপত্তা প্রতিশ্রুতি রয়েছে তাকে স্বাগত জানিয়ে বলেন, ইরান বা অন্য দেশের তরফ থেকে তাদের দেশ যদি কোন হুমকীর সন্মুক্ষিণ হয় সে ক্ষেত্রে তিনি সামরিক শক্তি ব্যবহার অনুমোদন করার বিষয়টি বিবেচনা করবেন।

ওয়াশিংটনের উত্তরাঞ্চলে ক্যাম্প ডেভিডে শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা এবং পারস্য উপসাগরীয় সহযোগী পরিষদের নেতা ও শীর্ষ মন্ত্রীরা অংশ নেন। সৌদী আরব, কুয়েত, কাতার, বাহারাইন, ওমান এবং সংযুক্ত আরব আমিরত এই ছয়টি দেশ নিয়ে পারস্য উপসাগরীয় সহযোগী পরিষদের গঠিত।

XS
SM
MD
LG