অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রের বন্যা দূর্গত লুইযিয়ানা পরিদর্শনে যাচ্ছেন বন্যায়-সেখানে তেরো ব্যক্তির মৃত্যু হয়েছে


প্রেসিডেন্ট বারাক ওবামা যাচ্ছেন আজ যুক্তরাষ্ট্রেরই দক্ষিন পুর্বাঞ্চলবর্তী রাজ্য লুইযিয়ানা- প্রলয়ংকরি বন্যা রাজ্যটির জনজীবন বিপর্য্যস্ত করে তুলেছে।আগস্টের আট থেকে ১৪ তারিখ মধ্যবর্তী সময়ের ঐ ঝড়-বন্যা-প্লাবনে কমসে কম তেরো ব্যক্তির মৃত্যু হয় । বিধ্বস্ত হয় প্রায় ষাইট হাজারের মতো ঘরবাড়ি- বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে সরিয়ে , অন্যত্র অস্থায়ি আশ্রয়ে নিয়ে যেতে হয়। এখন অব্দি এক লক্ষ ৬ হাজার মানুষ কেন্দ্রীয় সরকারের কাছে ত্রাণ সহায়তার আবেদন জানিয়েছেন এবং দু’ কোটি ডলার পরিমান অর্থ এ পর্যন্ত বিতরণ করা হয়েছে।

বর্তমান প্রশাসন দূর্যোগ পুনরুদ্ধার কর্মসূচীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন , এ বাবদে প্রেসিডেন্ট বন্যা দূর্গতদেরকে আশ্বস্ত করবেন বলে ধারণা করা হচ্ছে।লুইযিয়ানার মোট চৌঁষট্টি যাজকীয় মহল্লার মধ্যে ২০টিকে তিনি দূর্গত অঞ্চল বলে ঘোষনা করেছেন। প্রেসিডেন্ট ইস্ট ব্যাটান রুযের বন্যা প্লাবিত একটি যাজকীয় মহল্লা পরিদর্শন করবেন।

XS
SM
MD
LG