অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রেক্সিটের পর ইউরোপীয়ানদের মধ্যে ঐক্য অটুট রাখার আহবান প্রেসিডেন্ট ওবামার


ব্রেক্সিটের পরও ইউরোপীয়ন নেতৃবৃন্দের প্রতি ঐক্য অটুট রাখার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

শুক্রবার ওয়ারসোতে নেটো সম্মেলনে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট ওবামা বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যুক্তরাজ্য এবং ইউরোপীয়ন ইউনিয়ন আগের মতোই নিজেদের মধ্যে বোঝাপড়ার মধ্যে দিয়ে কাজ করবেন যাতে কোনো সমস্যা না হয়। ইউরোপীয়ন ইউনিয়নে থেকে যে ঐক্য হয়েছে, যে অর্জন হয়েছে; যেমন কোনো ইইউ সদস্য কেউ কারো বিরুদ্ধে অস্ত্র না ওঠানো; সেই অর্জন যেনো অব্যাহত থাকে”।

ইউরোপিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট ডনাল্ড টাষ্কের সঙ্গে বৈঠকের সময়, ইইউ থেকে বৃটেনের বের হওয়ায় যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট ওবামা।

XS
SM
MD
LG