অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৬ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার শেষ সাংবাদিক সম্মেলন 


আজ শুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামা সাংবাদিক সম্মেলন করেছেন। প্রেসিডেন্ট হিসাবে এটাই তাঁর শেষ সম্মেলন ছিল। সাংবাদিকদের তিনি বলেন, আমেরিকার নির্বাচনে রাশিয়া বা অন্য কোন দেশ যদি অনধিরকার ভাবে হস্তক্ষেপ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করবে।


প্রেসিডেন্ট বলেন, “এতে সন্দেহের কোন অবকাশ নেই যে কোন বিদেশী সরকার আমাদের নির্বাচনের বিশুদ্ধতা নষ্ট করার কাজে যুক্ত হ’লে আমরা এর বিরুদ্ধে সমুচিত ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা তা করব।” প্রেসিডেন্ট ওবামা শুক্রবার সকালে প্রচারিত ন্যাশনাল পাবলিক রেডিওতে দেয়া এক সাক্ষাতকারে একথা বলেন। তিনি আরও বলেন, “কিছু হয়ত সুস্পষ্ট এবং বহুল প্রচারিত কিছু হয়তো নয়।”


সিআইএ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, রাশিয়া ডেমোক্রেটিক দলের কম্পিউটার হ্যাক করে সম্ভবতহিলারী ক্লিন্টনের নির্বাচনী প্রচার অভিযানের জন্য অসুবিধাজনক ইমেইল ফাঁস করে দৃশ্যতযার ফলশ্রুতিতে গত মাসের নির্বাচনে রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পকে জয়লাভে সাহায্য করেছে। হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তারা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদীমির পুটিন সরাসরি জানতেন অথবা এর সংগেনিজেই জড়িত ছিলেন।

XS
SM
MD
LG