অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় সামরিক অভিযানের চাইতে কূটনৈতিক সমাধান অধিকতর শ্রেয়ঃ প্রেসিডেন্ট ওবামা




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, সিরিয়ায় সামরিক অভিযানের চাইতে কূটনৈতিক ভাবে সমস্যা সমাধানের বিষয়টি তাঁর কাছে অধিকতর শ্রেয়। তবে এটা নিশ্চিত করতে হবে যে সিরিয়া সরকার সেখানে আর কখনই রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে না।

আজ আমেরিকার ৬টি টেলিভিশন চ্যানেলে মিঃ ওবামা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে শাস্তি দেওয়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন।

পাবলিক ব্রডকাষ্টিং সার্ভিস বা পিবিএস টেলিভিশন নেটওর্কের “নিউজআওয়ার” অনুষ্টানে তিনি বলেন, রাশিয়া প্রদত্ত একটি নতুন প্রস্তাবে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা থেকে নিজেদের রক্ষা করতে হ’লে সিরিয়ার মজুদ সব রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সমর্পণ করতে হবে। প্রেসিডেন্ট বলেন, তিনি পররাষ্ট্র মন্ত্রী জন কেরীকে প্রস্তাবটি নিয়ে রাশিয়ার সংগে বিস্তারিত ভাবে আলোচনা করার নির্দেশ দিয়েছেন।
মিঃ ওবামা বলেন, সেণ্ট পিটার্সবার্গে জি-২০র শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদীমির পুটিনের সংগে তার পূর্ব নির্ধারিত নয় এমন একটি সংক্ষিপ্ত বৈঠক হয়।
XS
SM
MD
LG