অ্যাকসেসিবিলিটি লিংক

প্রসিডেন্ট ওবামা অর্থনীতি, পেট্রেয়াস, পররাষ্ট্রনীতি বিষয়ে বক্তব্য রাখেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে পুনরনির্বাচিত হওয়ার পর তার প্রথম সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি যে সব বিষয়ে সবচাইতে অগ্রাধিকার দিচ্ছেন সেই তালিকার শীর্ষে রয়েছে অর্থনীতি এবং বাজেটে ভারসাম্য আনা।
অ্যাক্ট
হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন জনগোষ্ঠির ৯৭ শতাংশের জন্য কর হ্রাস করেও রাজস্ব আয় বৃদ্ধি করা যাবে। কিন্তু তিনি বলেন বিত্তশীল আমেরিকানদের বেশি কর দেওয়া উচিত। তিনি আইন প্রণেতাদের প্রতি আহ্বানজানান বড়দিনের ছুটির আগে অর্থনৈতিক বিষয়ে আইন প্রস্তাব অনুমোদন করার জন্য।

সিরিয়ান বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সাহায্য করার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন সিরিয়ান জনগন ও বিরোধীদের সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র লক্ষ লক্ষ ডলার দিয়েছে।
অ্যাক্ট
কিন্তু যেসব লোক আমেরিকানদের ক্ষতি করতে পারে তাদের হাতে তিনি অস্ত্র তুলে দেবেন না। মি ওবামা বলেন যুক্তরাষ্ট্র একটা গনতান্ত্রিক সিরিয়া চায় যারা মানবাধিকারের প্রতি মর্যাদা দেয় এবং সবাইকে অন্তর্ভুক্ত করে।
XS
SM
MD
LG