সোমবার জাতিসংঘে সাধারণ পরিষদের বৈঠকের বাইরে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিন একান্ত এক বৈঠকে সিরিয়া বিষয়ে তাদের মতামত বিনিময় করেন। তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভূমিকার বিষয়ে দ্বিমত পোষণ করেন। কিন্তু তারা সামরিক ক্ষেত্রে একে অপরের পথে না থাকার বিষয়ে একমত হন।
নিউ ইয়র্কে ৯০ মিনিটের বৈঠকের পর, হযাইট হাউসের এক উর্ধতন কর্মকর্তা বলেন ওই বৈঠকে দুজনের একজনও সুবিধা পেতে চাননি। তিনি বলেন তাদের দুজনেরই অভিন্ন ইচ্ছে ছিল সিরিয়া পরিস্থিতি মোকাবেলার বিষয়ে বিবেচনা করা।
দুই প্রেসিডেন্ট বৈঠকের অর্ধেক সময় ব্যয় করেন সিরিয়ার বিষয়ে আলোচনা করে এবং অর্ধেক সময় ব্যয় করেন ইউক্রেন বিষয়ে আলোচনা করে।