অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামার গুরুত্বপূর্ণ বিজয় : সুপ্রিম কোর্টের রায়ে


আমেরিকান সুপ্রিম কোর্টের এক রায়ে, বড় যুদ্ধে জয়ী হলেন প্রেসিডেন্ট ওবামা। ওবামার স্বাস্থ পরিষেবা আইনকে তাঁর বিরোধীরা বরাবর ‘সমাজতান্ত্রিক’ বলে প্রত্যাখ্যান করার চেষ্টা করছিল। তবে, বৃহষ্পতিবার, সুপ্রিম কোর্ট এই সম্পর্কিত একটি আইনী বাধা বাতিল করে দেয়।

হাইকোর্টে ৬-৩ ভোটে অ্যফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যা ‘ওবামা কেয়ার’ হিসেবে বেশি পরিচিত এই পরিষেবা কর্মসূচীর আইনী অবস্থা আরও পোক্ত করলো । এই আইনের ফলে অনেক আমেরিকানই সুলভমূল্যে স্বাস্থ্য বীমা করাতে পারবে, যা আগে সম্ভব ছিলো না।

মানুষ যাতে স্বাস্থ্য বীমা কিনতে পারে তার জন্য কেন্দ্রীয়ভাবে বিভিন্ন অঙ্গরাজ্যকে প্রয়োজন অনুযায়ী ভর্তুকি দেবার আইনকে চ্যালেঞ্জ করেছিল স্বাস্থ্যসেবা সংশোধনের বিরোধীরা।

সুপ্রিম কোর্টের বাইরে অপেক্ষমান সাধারণ মানুষ সিদ্ধান্ত শুনে আন্দে ফেটে পড়ে । এর পরপরই হোয়াইট হাউস থেকে টেলিভিশনে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ওবামা। এই সিদ্ধান্তকে তিনি জনতার জয় হিসেবে অভিহিত করেন ।

XS
SM
MD
LG