অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার বিরুদ্ধে প্রেসিডেন্ট ওবামার টাউন হল মিটিং


যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা কমানোর উদ্দেশ্যে প্রেসিডেন্ট বারাক ওবামা দিন কয়েক আগে নতুন একটি নির্বাহী পদক্ষেপের কথা ঘোষণা করার পর বৃহস্পতিবার প্রেসিডেন্ট নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন। তিনি টাউন হল মিটিং-এ দেশে বন্দুক রাখার পক্ষে যে দল রয়েছে তাদের কঠোর সমালোচনা করেছেন।

সিএনএন সংবাদ মাধ্যমের উদ্যোগে প্রায় এক ঘণ্টা ঐ ফোরামে প্রেসিডেন্ট ওবামা অত্যন্ত শক্তিধর ন্যাশনাল রাইফেল এসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন যে তারা কংগ্রেসের কণ্ঠরোধ করছে এবং সুযোগ সন্ধানীর মত একথা প্রচার করছে যে আমরা মানুষের কাছ থেকে বন্দুক কেড়ে নিতে চাইছি।


প্রেসিডেন্ট বলেছেন, বন্দুক নিয়ন্ত্রণের বিষয়েঅভিশংসকরাস্পষ্টতই বরাবরই ব্যর্থ হয়েছেন। এই মহামারী কমিয়ে আনার বিষয়ে অভিশংসকেরা যদি যে কোনো পদক্ষেপ গ্রহণ করতেন তা হ’লে এই মহামারি কমত। তিনি বলেন, ৩ বছর আগে যদি দ্বিদলের গৃহীত সাধারণ বিলটি পাশ করত তাহ'লে যারাই বন্দুক কিনতে চান তাদের অতীতের সব রেকর্ড পরীক্ষা নিরীক্ষা করা হত। ৯০ শতাংশ আমেরিকান ঐ পদক্ষেপটি সমর্থন করে ছিলেন।

XS
SM
MD
LG