অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা বিশ্ব নেতাদের ইসলামিক ষ্টেটের বিরুদ্ধে লড়াইএ সামিল হওয়ার আহ্বান জানালেন


আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে আশার বাণী দিয়ে তারা ভাষণ শুরু করেন। তিনি সিরিয়ার ইসলামিক ষ্টেট জংগীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত জোটবাহিনীর লড়াইএর ওপরে গুরুত্ব দেন।

প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্ব নেতৃবর্গের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন তাঁর সম্মিলত প্রচেষ্টার সংগে যুক্ত হয়ে ইসলামিক ষ্টেটকে ‘অবনত এবং ধ্বংস করে।’

ইসলামিক ষ্টেট জংগীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত জোটবাহিনীর বিমান অভিযানে আরবদেশ গুলোও অন্তর্ভূক্ত রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের শুরুতেই ইরাক, সিরিয়া ও মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ইসলামিক উগ্রুবাদসহ পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণ যে মহামারির আকার নিয়েছে তার ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

নিউ ইয়োর্কে অনুষ্টিত জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকে ১৪০ টির বেশি দেশের নেতারা যোগ দিচ্ছেন।

সাধারণ পরিষদের বৈঠকে মহাসচিব বান কি মুন বলেছেন‌ আন্তর্জাতিক সমাজের জন্য চরমপন্থীদল ষ্পষ্টতই হুমকী স্বরুপ।

XS
SM
MD
LG