অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা এক সময়ের শত্রু দেশ ভিয়েতনামের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে


U.S. President Barack Obama (L) attends a press conference with Vietnam's President Tran Dai Quang at the Presidential Palace Compound in Hanoi, Vietnam, May 23, 2016.
U.S. President Barack Obama (L) attends a press conference with Vietnam's President Tran Dai Quang at the Presidential Palace Compound in Hanoi, Vietnam, May 23, 2016.

হ্যানয়ে, দ্বিপাক্ষিক আলোচনার পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে, ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্র্যান ডাই কোয়াং, আকস্মিক ভাবে এই খবরটা প্রকাশ করেন যে যুক্তরাষ্ট্র, ভিয়েতনামের বিরুদ্ধে আরোপিত দীর্ঘ দিনের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে।

কোয়াং বলেন ওয়াশিংটন এবং হ্যানয় এ বিষয়ে একমত হযেছে যে দুদেশের মধ্যে শরিকানা বাস্তবিক ভাবে জোরদার করতে হবে। দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা, বানিজ্য, স্বাস্থ্য সেবা, এবং দুই জনগণের মধ্যে বিনিময় ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতাই হবে প্রধান ভিত্তি। কোয়াং এই পদক্ষেপকে স্বাগত জানান এবং বলেন বেদনাময় একটা অধ্যায়ের অবসান হলো।

প্রেসিডেন্ট ওবামা খবরটা সুনিশ্চিত করে বলেন “প্রায় ৫০ বছর ধরে ভিয়েতনামের কাছে সামরিক অস্ত্র বিক্রির উপর যে নিষেধাজ্ঞা ছিল, যুক্তরাষ্ট্র তা সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করছে।” তিনি আরও বলেন মানবাধিকার সহ আরও কিছু শর্তের উপর বিক্রয় নির্ভর করবে। কিন্তু এটা নিশ্চিত করা হবে যে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র ভিয়েতনাম পাবে।

XS
SM
MD
LG