অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা বলেছেন-ভিয়েতনামে নবীন বয়সিদের সঙ্গে তাঁর কথাবার্তায় দেশটির ভবিষ্যত বিষয়ে তিনি আশাবাদী


প্রেসিডেন্ট ওবামা বলেছেন-ভিয়েতনামে তাঁর তিন দিনের সফরকালে দেশটির নবীন বয়সিদের সঙ্গে তাঁর যে কথাবার্তা হয়েছে, যেরকম আদান প্রদান হয়েছে তাতে দেশটির ভবিষ্যত বিষয়ে তিনি এখন আশাবাদ পোষন করেন। বুধবার হো চী মিন সিটিতে, টাউন হল ধাঁচের এক আলাপচারিতায় তাঁর বেশ কিছু তাৎপর্যপুর্ন কথাবার্তা হয়েছে। বলেন, এরকমভাবে, গভিরতার সঙ্গে নিজেও তিনি ঐ নবীন বয়সে এতোখানি সিরিয়াস হয়ে চিন্তা ভাবনা করেন নি। দক্ষিন পুর্ব এশিয়ার নবীন বয়সী নেতৃত্ব উদ্যোগ- Young Southeast Asian Leaders Initiative (YSEALI) Network-এর প্রায় শ’ আষ্টেক সদস্যের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ওবামা আজ বুধবারেই । উদ্যমি ঐ নবীন বয়সিরা এ্যামেরিকার ঝান্ডা হাতে, মুহুর্মুহু করতালির সঙ্গে উচ্চৈস্বরে স্লোগান দিয়ে স্বাগত: জানান তাঁকে । এই Young Southeast Asian Leaders Initiative (YSEALI) প্রোগ্রাম প্রেসিডেন্ট ওবামার নিজেরই রচীত একটি প্রোগ্রাম, দক্ষিন পুর্ব এশিয়ায় নেতৃত্বের বিকাশ সাধনের লক্ষ নিয়ে তিনি যার সূচনা করেছিলেন ২ হাজার ১৩ সালে।

প্রেসিডেন্ট তাঁর বক্তব্যের সূচনাতেই বলেন- নিজেই তিনি কিশোর জীবনের কিছু অংশ দক্ষিন পুর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় কাটিয়েছেন এবং ঐ অঞ্চল তাঁর গঠন বিন্যাসে মদত জুগিয়েছে। কিভাবে বড়ো নেতা হওয়া যায়- জনৈক প্রশ্নকর্তার এ জিজ্ঞাসার জবাবে তিনি বলেন-সামনের জমায়েতে হাজির নবীন বয়সীরা, এ বয়সে তিনি যা ছিলেন তার চেয়েও বেশি ভালোভাবে গড়ে উঠছে- বেশিরকম সুসংগঠিত বলেই দেখেশুনে মনে হচ্ছে।

XS
SM
MD
LG