নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আমাদের সমাজ ব্যবস্থায় এখন অনিশ্চয়তা এবং অস্বস্তি জায়গা করে নিয়েছে, একে অপরের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করলে আমাদের উন্নতি হবে না। আমাদের ধর্ম যদি অন্য ধর্মের লোকদের শাস্তি দেয়ার বিধান দেয়, যদি আমরা মানুষকে জেলে ভরে রাখি, মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেই, ধর্ম-বর্ণ-জাতিভেদে বৈষম্য করি, তবে আমাদের উন্নতি হবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের এই ৭১তম অধিবেশনে এটাই ছিলো প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদের শেষ পর্বে দেওয়া শেষ ভাষণ। ওদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ঐ অধিবেশনে ভাষণ দেবেন। নিউইয়র্কে উপস্থিত আনিস আহমেদের সাথে সরাসরি টেলিফোনে কথা বলেছেন আহসানুল হক।