যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল জ্যানেট রিনো, সোমবার মারা গেছেন। তার বয়স হয়েছিল আটাত্তর। তিনি পারকিনসান রোগে ভুগছিলেন।
১৯৯৩ সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টানের প্রশাসনে জ্যানেট রিনোর ৮ বছরের মেয়াদ শুরু হয়।
তার মেয়াদে দুটি বিতর্কিত বিষয় ছিল টেক্সাস এর ওয়েকোর কাছে ব্রাঞ্চ ডাভিডিয়ানে এফবিআই এর চড়াও হওয়ার ঘটনা এবং ৬ বছরের কিউবান শিশু এলিয়ান গনজালেজ কে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া। টেক্সাসের ঘটনায় ৮০ জন নিহত হয়েছিলেন।
ক্লিন্টান তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করার আগে জ্যানেট রিনো ফ্লোরিডায় প্রথম মহিলা প্রধান অভিশংসক ছিলেন।