অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় শনাক্ত করোনার ৬৮ শতাংশ ডেল্টা ধরন


রাজধানী ঢাকায় করোনা ভাইরাসের ডেল্টা ধরন ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে বলে এক গবেষণায় তথ্য মিলেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান-আইসিডিডিআরবি পরিচালিত ওই গবেষণায় এমন তথ্য আসার পর নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ভারত থেকে আসা করোনার ডেল্টা ধরনটি সীমান্ত এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ওই এলাকায় সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে। গত কয়েক দিন ধরে ঢাকায় দ্বিগুণহারে রোগী শনাক্ত হওয়ার মধ্যেই বৃহস্পতিবার আইসিডিডিআরবি’র তথ্যটি প্রকাশিত হয়। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে গবেষণা প্রতিবেদন প্রকাশ না করলেও গবেষণা ফলের বিষয়টি নিশ্চিত করেছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, গত মে মাসের শেষ সপ্তাহ ও জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকা থেকে ৬০টি নমুনা সংগ্রহ করে গবেষণা চালানো হয়। এতে দেখা যায় ৬৮ শতাংশ নমুনা ডেল্টা ভ্যারিয়েন্টের। আইসিডিডিআরবি জানিয়েছে, গবেষণা প্রতিবেদনটি সংস্থার নিয়ম অনুযায়ী পরবর্তীতে প্রকাশ করা হবে।

উল্লেখ্য যে, করোনা ভাইরাসের বিস্তার ও গতি-প্রকৃতি নিয়ে আইসিডিডিআরবি বাংলাদেশ সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা আইইডিসিআর’র সঙ্গে যৌথভাবে কাজ করছে।

XS
SM
MD
LG