ব্রাজিলের রিও ডি জেনেরিও'তে অনুষ্ঠিত অলিম্পিকের তৃতীয় দিনে ছিল জিমনেসটিকস, সাঁতার, অসি খেলা, মহিলাদের রাগবি, জুড়ো এবং অন্যান্য প্রতিযোগিতা।
নবাগতদের মধ্যে আছে ইবতিয়াজ মোহাম্মদ। আমেরিকার প্রথম খেলোয়াড় যিনি অলিম্পিক্সে হিজাব পরে অংশ নেন। তিনি প্রথম ম্যাচে জিতলেও, দ্বিতিয় পর্যায়ে বাদ পড়ে যান। তিনি র্যাংকিং এ যুক্তরাষ্ট্রে দ্বিতীয় এবং বিশ্বে ১২ তম।
২৮ বছর বয়স্ক ইবতিয়াজ মোহাম্মদ আমেরিকার নিউজার্সি রাজ্যে বড় হয়েছেন। তিনি মুসলমান ও কৃষ্ণাঙ্গ। তিনি বলেন তিনি খেলা খুব পছন্দ করেন। কিন্তু নিজের স্থান করে নিতে তার অনেক সময়ে অসুবিধা হয়েছে।
১৩ বছর বয়সে ১৯৯৯ সালে ইবতিয়াজ মোহাম্মদ অসি খেলা শুরু করেন। ২০১১ সালে তিনি প্রথম মুসলমান মহিলা খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন।
অলিম্পিক্সে এই প্রথম রাগবি খেলা হচ্ছে। স্বর্ণ পদকের জন্য যে সব দেশ খেলছে তার মধ্যে আছে কানাড়া, বৃটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
আআমেরিকান সাতারু কেটি লেডিকি তার নিজের রেকর্ড ভঙ্গ করেছেন। তিনি রবিবার চারশো মিটার ফ্রিস্টাইল সাতারে স্বর্ণ পদক জয় করেন এবং নতুন রেকর্ড সৃষ্টি করেন।
যুক্তরাষ্ট্রের মাইকেল ফেলপস ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারে তার ১৯তম স্বর্ণ পদক পান।