অ্যাকসেসিবিলিটি লিংক

অলিম্পিকে দুইবার পদক জয়ী প্রথম ভারতীয় পি.ভি. সিন্ধু


টোকিও ২০২০ অলিম্পিক গেমসে মুসাশিনো ফরেস্ট স্পোর্টস প্লাজায় এক অনুষ্ঠানে মহিলাদের একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ব্রঞ্জ জয়ী ভারতীয় পি.ভি. সিন্ধু। আগষ্ট ০১, ২০২১।
টোকিও ২০২০ অলিম্পিক গেমসে মুসাশিনো ফরেস্ট স্পোর্টস প্লাজায় এক অনুষ্ঠানে মহিলাদের একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ব্রঞ্জ জয়ী ভারতীয় পি.ভি. সিন্ধু। আগষ্ট ০১, ২০২১।

টোকিও অলিম্পিকে মহিলাদের একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় পি.ভি. সিন্ধু ব্রঞ্জ জিতেছেন। এর মধ্য দিয়ে তিনিই হলে প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে দুইবার পদক জিতলেন। পি.ভি. সিন্ধু ২০১৬ সালে অনুষ্ঠিত রিও অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন।

চীনের হে বিং জিয়াও-কে ২১-১৩ এবং ২১-১৫ তে পরাজিত করে ভারতের পি.ভি. সিন্ধু ঐ পদক পান।

চীনের চেন ইয়ু ফেই তাইওয়ানের তাই জু ইং-কে ২১-১৮, ১৯-২১ ও ২১-১৮ তে পরাজিত করে স্বর্ন পদক পান।

(এপি)

XS
SM
MD
LG