দীর্ঘদিন ধরে কিউবার গুয়ান্তানামোবেতে আটককৃত ৬জন ইয়েমেনি বন্দিকে ওমান সরকার গ্রহণ করতে রাজি হওয়াতে শনিবার তারা ওমানে এসে পৌঁছায় I যুক্তরাষ্ট্র সরকার তাদের এই প্রয়াসে সমর্থন এবং তাদের গ্রহণ করার জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে I
কিউবার এই বন্দী শিবিরে এখনো আটক রয়েছেন ১১৬ জন বন্দী, যাদের কোনো অভিযোগ বা বিচার ছাড়াই এতদিন ধরে আটক রাখা হয়েছে I আন্তর্জাতিক সমাজ এই বন্দিবাসের সমালোচনা করেছে I প্রেসিডেন্ট ওবামা নির্বাচনী প্রচারনায় আটক কেন্দ্রটি বন্ধ করে দেবার প্রতিশ্রুতি দিলেও আইনজীবী এবং পেন্টাগনের কর্মকর্তারা এই লক্ষ্য অর্জনে বাঁধা দিয়েছে I