অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে সন্ত্রাসী হামলা


ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ গ্যাস ফ্যাক্টরির হামলাকে সন্ত্রাসী আক্রমণ বলে অভিহিত করেছেন। দক্ষিণপূর্বাঞ্চলের একটি গ্যাস ফ্যাক্টরিতে একজন নিহত হয়েছে এবং ঘটনার সংগে জড়িত সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার, দক্ষিণপূর্বাঞ্চলের লিয়ন শহরের অদূরে আক্রমণটি ঘটে। শিরচ্ছেদ করা একটি মস্তক গ্যাস ফ্যাক্টরীর গেইটে গাঁথা অবস্থায় পাওয়া যায়। ঐ মন্তকের সঙ্গে আরবী ভাষায় লেখা একটি পতাকা বা ব্যানারও ছিল।

মিঃ ওলান্দ বলেন, “এটা যে সন্ত্রাসী হামলা তাতে কোন সন্দেহ নেই।” ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকেই তিনি ঐ মন্তব্য করেন।

ফ্রান্স শুক্রবারের সান্ত্রাসী আক্রমণের তদন্ত শুরু করেছে।

XS
SM
MD
LG