অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে স্বর্ণালঙ্কারের ওপর ১% কর বসানোর প্রস্তাব করে ছিলেন অর্থমন্ত্রী


ভারতে গত ২৯ ফেব্রুয়ারি ২০১৬-১৬ অর্থ বছরের বাজেট পেশ করতে গিয়ে স্বর্ণালঙ্কারের ওপর ১% উৎপাদন কর বসানোর প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

তাতেই প্রবল আপত্তি জানিয়ে সারা ভারতের স্বর্ণ শিল্পীরা সেই যে দোসরা মার্চ থেকে প্রথমে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন, তা রূপান্তরিত হয়ে গেল টানা ধর্মঘটে। এখন তাঁদের বক্তব্য, ওই কর প্রত্যাহৃত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। অর্থমন্ত্রী অরুণ জেটলিও নরম হওয়ার লক্ষণ দেখাচ্ছেন না। তিনি বলেছেন, স্বর্ণালঙ্কারের মত বিলাস সামগ্রীতে কর বসবে না, এটা চলতে পারে না। তবে কর দিতে গিয়ে স্বর্ণ শিল্পীদের যেন হয়রানি না হয়, সেটা তিনি দেখবেন।

তাঁর পরামর্শ, বিষয়টি বিবেচনার জন্য তিন সদস্যের যে কমিটি গড়া হয়েছে, তাদের কাছে নিজেদের বক্তব্য জানান স্বর্ণ শিল্পীরা। গত সপ্তাহে স্বর্ণ শিল্পীদের একাংশ ধর্মঘট প্রত্যাহার করেছিলেন। কিন্তু দু দিনের মধ্যেই তাঁরা ফের লাগাতার ধর্মঘটের সামিল হয়ে পড়েন।

XS
SM
MD
LG