অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন কর্মী যোগানদাতা


বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন কর্মী যোগানদাতা হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়য়ের এক জরীপে উঠে এসেছে।

ওই বিশ্ববিদ্যালয়য়ের ইন্টারনেট ইন্সটিটিউট পরিচালিত জরিপের ফলাফলে বলা হয়েছে অনলাইন কর্মী যোগানের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত এবং দ্বিতীয় স্থানে বাংলাদেশ এবং তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্র। অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউটের ওয়েব সাইটে প্রকাশিত জরিপের ফলাফল অনুযায়ী বিশ্বের মোট অনলাইন কর্মী্র চাহিদার ২৪ শতাংশের যোগান দিচ্ছে ভারত, ১৬ শতাংশ দিচ্ছে বাংলাদেশ এবং ১২ শতাংশ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এই তিন দেশের পর যাদের অবস্থান তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে পাকিস্তান এবং তার পর পরই রয়েছে ফিলিপাইন, ব্রিটেন, কানাডা, জার্মানি, রাশিয়া, ইটালি এবং স্পেন।

XS
SM
MD
LG